প্রকাশ: ৪ মার্চ ২০২১, ১২:২২
বৃহস্পতিবার সকাল সকাল সুখবর দিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। টুইটারে জানালেন, মা হতে চলেছেন তিনি। লিখলেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসার পথে’। তারপর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’।
হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাকে নিজের একটি ছবিও পোস্ট করেছেন শ্রেয়া। ছবিতে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন তিনি। দ্রুত ভাইরাল হয়েছে ছবিটিও। ১০ মিনিটের মধ্যে দেড় হাজারের মানুষ টুইটটি দেখে ফেলেছেন। দেশজুড়ে বইছে শুভেচ্ছার বন্যাও। অনেকেই টুইটারে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।