বাংলাদেশও করোনাভাইরাস ঝুঁকিতে আছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৮ অপরাহ্ন
বাংলাদেশও করোনাভাইরাস ঝুঁকিতে আছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম বলেছেন, করোনাভাইরাসের উৎপত্তি মূলত চীন থেকেই। ইতিমধ্যেই তা বিশ্বের ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত, শ্রীলংকাতেও এই ভাইরাস ধরা পড়েছে। তাই বাংলাদেশও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

মঙ্গলবার হাবিপ্রবি মিলনায়তন-২-এ ‘করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি ও সতর্কতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। উপাচার্য বলেন, করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ব্যাপক সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে, পাশাপাশি আমাদের নিজেদেরকেও সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধানচন্দ্র হালদার, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এসএম হারুন-উর-রশীদ এবং রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসেন।