ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের বরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৩৪ টি বিভাগের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমেরিটাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাহিদা আক্তার আশা ও বনানী আফরিন।
মূখ্য আলোচক এমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক বলেন, "শিক্ষাঙ্গনে আমাদের দারুণ সংকট। আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে আনন্দ সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয়বস্তুকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে।"
উপাচার্য ড. রাশীদ আসকারী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয় হচ্ছে অসীম জায়গা। যে প্রতিষ্ঠান গুলো মানবসভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে তার মধ্যে বিশ্ববিদ্যালয় অন্যতম। তিনি আরও বলেন, তোমাদের পদচারণায় বিশ্ববিদ্যালয় আজ প্রাণবন্ত হয়ে উঠেছে। তোমরা যে স্বপ্ন নিয়ে এসেছো তা অবশ্যই পূরণ হবে। আর তোমাদের সেই স্বপ্ন পূরণের সাক্ষী ও পাথেয় হবে এই বিশ্ববিদ্যালয়।"
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ। প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দার, সকল বিভাগের সভাপতির পক্ষে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেলের পরিচালক ড. শাহদাৎ হোসেন আজাদ। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আইন ও ফার্মেসী বিভাগের দুইজন শিক্ষার্থী। নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।