
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ২২:৫৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম ও শেখ স্বাধীন শাহেদ কে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১০ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
