
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ৩:১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসার সমিতি কলমবিরতি স্থগিত করেছে। বুধবার বেলা ১০ উপাচার্য দপ্তরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় ও প্রক্টরের সঙ্গে সমিতির এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির ৬দফা দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাসে বৃহস্পতিবার থেকে কলমবিরতি কর্মসূচি স্থগিত করা হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি মোক্তাদির হোসেন রাহী। এদিকে রেজিস্ট্রার ড. এম এ বারীর অপসারণ চেয়ে প্রথম দিনের মত কলমবিরতি পালন করেছে অফিসার সমিতি। বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে।
এর আগে কর্মকর্তাদের পদোন্নতির ফাইলে প্রতিবন্ধকতা সৃষ্টি, উচ্চ আদালতের রায়কে উপেক্ষা, প্রাপ্য বেতন ও বকেয়া থেকে বঞ্চিত, বিবিধ পারিতোষিক থেকে বি ত, সর্বোচ্চ প্রশাসনের সাথে কর্মকর্তাদের সম্পর্কে ভুল ব্যাখ্যার মাধ্যমে মুখোমুখি করাসহ অনেক ক্ষেত্রে বাধাগ্রস্থ করার রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ এনে অপসারণ চেয়ে দু’দিনব্যাপী কলম বিরতি কর্মসূচি ঘোষণা করে।
অফিসার সমিতির সভাপতি মোক্তাদির হোসেন রাহী বলেন, রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের সাথে বুধবার সাড়ে ১০টায় এ বিষয় আমাদের একটি বৈঠক হয়। তারা আমাদের আশ^াস দিয়ে বলেন, কর্মকর্তাদের পদোন্নতি, প্রাপ্যতার ফাইলে প্রতিবন্ধকতার সৃষ্টি, উচ্চ আদালতের রায়কে উপেক্ষা করে প্রাপ্যতা থেকে বি ত করা, প্রাপ্য বেতন ও বকেয়াসমূহ থেকে বি ত করাসহ আমাদের যে যৌক্তিক দাবি রয়েছে। তা কয়েকদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে। এজন্যই ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য আনন্দ কুমার সাহাকে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেন নি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, তাদের দাবির বিষয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনগত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আইনের বাইরে কিছু করা হবে না।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব