ইবিতে আইন অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২০ ০৪:২০ অপরাহ্ন
ইবিতে আইন অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন। তিনি সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. রেবা মন্ডলের স্থলাভিষিক্ত হয়েছেন। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৩জানুয়ারি) দুপুর ১২ টায় আইন অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহার, আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বছর ২৩ ডিসেম্বর আইন অনুষদের ডিন হিসেবে আগামী দুই বছরের আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুনকে নিয়োগ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশীদ আসকারী।

ইনিউজ ৭১/এম.আর