ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী পন্থী শিক্ষক প্যানেল সংখ্যা গরিষ্ঠতা লাভ করে নির্বাচিত হয়েছেন। রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদের করিডরে নির্বাচনের এ ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়।
এব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী পন্থী শিক্ষক প্যানেলে সভপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সহ-সভাপতি পদে ১৪৫ ভোটে ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী, কোষাধ্যক্ষ পদে ১২৩ ভোটে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোছাঃ শেলীনা নাসরীন, সদস্য পদে ১৩৮ ভোটে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ১৩৭ ভোটে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ১৩৩ ভোটে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, ১৩১ ভোটে আইন বিভাগের ড. আনিচুর রহমান, ১২৮ ভোটে গণিত বিভাগের অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল, ১২৪ ভোটে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান, ১২৩ ভোটে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।
অপর দিকে বিএনপি-জামায়াত পন্থী শিক্ষক প্যানেলের সাধারণ সম্পাদক পদে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডঃ মোহাঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে ১২৭ ভোটে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. মোহাঃ মিজানুর রহমান, সদস্য পদে ১৩৬ ভোটে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক এ.টি.এম মিজানুর রহমান, ১২৪ ভোটে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান, ১২২ ভোটে আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার নির্বাচিত হয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের অনুষদভবনের ৪২৭ নং কক্ষে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত শিক্ষকরা ভোটারাধিকার প্রয়োগ করেন। মোট ৩৯৬ টি ভোটারের মধ্য ৩৪৬ জন শিক্ষক ভোট প্রদান করে এর মধ্যে ভোট কাস্টিং হয়েছে ৩৪৪ টি ভোট বাকী ২ টি ভোট বাতিল হয়। শিক্ষক সমিতির নির্বাচিনে ১৫ সদস্য এ কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।