রাবিতে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৬শে জুন ২০১৯ ০৫:১৬ অপরাহ্ন
রাবিতে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। বুধবার রাজশাহীর আলুপট্টি চত্বরে জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে। পুষ্পার্ঘ অর্পণ শেষে তাঁর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাবি বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত সরকার। এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সহ সভাপতি শাহীন রানা, সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, সোহরাওয়ার্দী হল শাখার সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ কুমার, শের-ই- বাংলা হল শাখার সহ-সভাপতি আতিকুর রহমান সৌরভসহ সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক ফিরোজ প্রমুখ।

প্রসঙ্গত, শহীদ জননী জাহানারা ইমাম ১৯৯৪ সালের ২৬ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি একাধারে ছিলেন মুক্তিযোদ্ধার গর্বিত জননী, বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক। অন্যদিকে ক্র্যাক প্লাটুন গেরিলা যোদ্ধা শহীদ শফি ইমাম রুমীর মা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব