রাবির ফাইন্যান্স বিভাগের ১৯ তম ব্যাচের সমাপনী মাদক বিরোধী ক্যাম্পইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২২শে এপ্রিল ২০১৯ ০৯:৩৪ অপরাহ্ন
রাবির ফাইন্যান্স বিভাগের ১৯ তম ব্যাচের সমাপনী মাদক বিরোধী ক্যাম্পইন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের দুই দিনব্যাপী স্নাতক সমাপনী   উৎসব শুরু হবে আগামীকাল মঙ্গলবার। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুস্তম আলী আহম্মদ।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠান সূচিতে প্রথমদিন মঙ্গলবার থাকছে সকাল ৭ টা থেকে ব্যাচের ফ্লাসমুভ, কালারফেস্ট, র‌্যালী। এরপর বিকাল ৫টা থেকে শুরু হবে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস ও স্বরব্যাঞ্জো।

স্নাতক সমাপনী অনুষ্ঠানে দ্বিতীয় দিন বুধবার সকাল ১০ টায় থাকছে মাদক বিরোধী ক্যাম্পেইন। এরপর দুপুর ১২টা থেকে শুরু হবে পথ শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন। বিকাল ৫টায় থাকবে ফটোসেশন ও রাতে থাকছে গালা ডিনার। উক্ত আয়োজনে স্পন্সর হিসেবে থাকছে এয়ারটেল।