৭ দিন আগেই নববর্ষ পালন করল ব্র্যাক ইউনিভার্সিটি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৮ই এপ্রিল ২০১৯ ০৪:৫৪ অপরাহ্ন
৭ দিন আগেই নববর্ষ পালন করল ব্র্যাক ইউনিভার্সিটি!

সামাজিক যোগাযোগ মাধ্যমে নববর্ষের সাত দিন আগেই নববর্ষ উদযাপনের ছবি ছড়িয়ে পরে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে আগামী ১৪ এপ্রিল বাংলাদেশে পালিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ। তবে নববর্ষ আসার আগেই চৈত্র মাসে বাংলা নতুন বছর উদযাপিত হলো রাজধানীতে। রবিবার (৭ এপ্রিল) ২৪শে চৈত্রতেই ঢাকার স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি নববর্ষ উদযাপন করলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নববর্ষের সাত দিন আগেই নববর্ষ উদযাপনের ছবি ছড়িয়ে পরে। সরেজমিনে গিয়ে দেখা যায় ঘরোয়া পরিবেশে অল্প সংখ্যকশিক্ষার্থীর নববর্ষ উদযাপন করছে।

পহেলা বৈশাখের সাত দিন আগেই নববর্ষ উদযাপন কেন করছেন, এ নিয়ে জানতে চাইলে ব্র্যাক ইউনিভার্সিটির কো-কারিকুলার এক্টিভিটিজ অফিসের ডিরেক্টর দিলারা আফরোজ খান জানান, 'ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পহেলা বৈশাখের সময়টাতে সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর ছুটি থাকে। এজন্য আমরা আগে থেকে বর্ষবরণের অনুষ্ঠান পালন করে থাকি। কারণ বন্ধের সময় শিক্ষার্থীদের অনুপস্থিতিতে অনুষ্ঠান করা সম্ভব না।'

বিষয়টি কোনও ধরনের ভুল বার্তা দিচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এখানে ভুল বার্তার কিছু আছে বলে মনে করি না। কারণ পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। একেবারেই পালন না করার চেয়ে আগেভাগে হলেও এই আয়োজন।'

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, 'ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এরকম দিবস নির্দিষ্ট সময়ের আগে এর আগেও অনেকবার পালন করেছে। তারা এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। এর ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা হাসির পাত্র হই। বিশেষ করে এখন বিষয়টি নিয়ে সামাজিক গণমাধ্যমে আলোচনা হওয়ায় আমরা বিব্রত হই।'

ইনিউজ ৭১/টি.টি. রাকিব