রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ, ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অন্য কর্মসূচিগুলো হলো- সকাল সাড়ে ছয়টায় প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, সাতটায় গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ, আটটায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয় আরকাইভস ও নিউজলেটার ‘বিদ্যাবার্তা’ উদ্বোধন, ৮টা ৪৫ মিনিটে শেখ রাসেল মডেল স্কুলে ও নয়টায় বিশ্ববিদ্যালয় স্কুলে বিভিন্ন অনুষ্ঠান, সকাল সাড়ে নয়টায় সাবাস বাংলাদেশ চত্বরে কুচকাওয়াজ এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জাতীয় দিবসে সকাল ৮টায় নিজ নিজ কার্যালয়ে অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন কর্মচারী সমিতির আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া রয়েছে সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা, বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সকাল সাড়ে দশটায় শিক্ষক বনাম কর্মকর্তা প্রীতি ক্রিকেট ম্যাচ, বিকাল সাড়ে তিনটায় সহায়ক, সাধারণ ও পরিবহন কর্মচারী সমিতির প্রীতি ফুটবল ম্যাচ, সাড়ে চারটায় ছাত্রদের প্রীতি ফুটবল এবং ছাত্রীদের প্রীতি হ্যান্ডবল ও ভলিবল ম্যাচ। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে শিক্ষক বনাম কর্মকর্তা প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ। স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।