
প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ২০:৫৩

শিশুর ওপর থেকে পরীক্ষার চাপ কমানোর লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সব ধরনের পরীক্ষা তুলে দেওয়ার নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন গণমাধ্যমকে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির সব পরীক্ষা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জানা যায়, শিশুর ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে ফিনল্যান্ডসহ উন্নত বিশ্বের আদলে শিক্ষাব্যবস্থা সাজানোর নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা কার্যকর করার চিন্তা করা হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে।

ইনিউজ ৭১/এম.আর