
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২১:৪৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন কাঠামোতে ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় তাদের চলমান সব ধরনের আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করেছেন। সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে শিক্ষক সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।
