শীতের তীব্রতা বাড়ায় আত্রাইয়ের ফুটপাতে গরম কাপড়ের ভিড

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: শুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪ ০২:৩৭ অপরাহ্ন
শীতের তীব্রতা বাড়ায় আত্রাইয়ের ফুটপাতে গরম কাপড়ের ভিড

নওগাঁর আত্রাই উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাতে বেড়েছে গরম কাপড়ের বিকিকিনি। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও সাশ্রয়ী মূল্যে এসব কাপড় কিনতে ফুটপাতের দিকে ঝুঁকছেন।  


উপজেলা সদরসহ আশপাশের এলাকাগুলোর রাস্তার পাশে, পাড়া-মহল্লার অলিগলিতে এবং স্কুলের সামনে ভ্যানগাড়ি সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। নতুন ও পুরোনো শীতের কাপড়ের পসরা নিয়ে ক্রেতাদের অপেক্ষায় থাকছেন তারা। দোকানগুলোতে সোয়েটার, জ্যাকেট, কোট, উলের পোশাক, এমনকি শিশু ও নারীদের জন্য নানা রকম পোশাক পাওয়া যাচ্ছে। দাম শুরু হচ্ছে মাত্র ২৫০ টাকা থেকে।  


দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুটপাতের এসব কাপড়ের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় বিক্রিও ভালো হচ্ছে। বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেক ক্রেতা পণ্যের দাম নিয়ে দর-কষাকষি করলেও বিক্রেতারা তা মেনে নিচ্ছেন, কারণ ফুটপাতের বেচাকেনা অনেকটাই নির্ভর করে ক্রেতাদের সন্তুষ্টির ওপর।  


ফুটপাত থেকে শীতের কাপড় কিনতে আসা সেকান্দার আলী বলেন, "মার্কেটে কাপড়ের দাম বেশি হওয়ায় ফুটপাতই আমাদের জন্য সহজ। এখানে একই কাপড় সস্তায় পাওয়া যায়। যেটা আমি চারশ টাকা দিয়ে কিনেছি, তা মার্কেটে গেলে হাজার টাকার বেশি লাগত। গরিব মানুষের জন্য এই দোকানগুলো অনেক সুবিধাজনক।"  


ভ্যানে ফেরি করে কাপড় বিক্রি করা একজন ব্যবসায়ী জানান, "এসব কাপড় আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে অলিগলিতে বিক্রি করি। দাম কম হওয়ায় বেচাকেনা ভালো হচ্ছে। শীত যত বাড়বে, বিক্রিও তত বাড়বে।"  


তবে কিছু বিক্রেতা জানিয়েছেন, শীতের তীব্রতা যতদিন থাকবে, ব্যবসাও ততদিন জমজমাট থাকবে। তাদের আশা, শীতের মৌসুমে এই ব্যবসা থেকে ভালো আয় হবে।  


উপজেলার ফুটপাতের এই গরম কাপড়ের বাজার শুধু নিম্ন আয়ের মানুষদের জন্য নয়, বরং সবার জন্যই একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে দাঁড়িয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে জমে উঠছে এক ধরনের উৎসবের আমেজ।