ভারতের সঙ্গে টানাপোড়েন রাজনৈতিক, বাণিজ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪ ০৮:৪৫ অপরাহ্ন
ভারতের সঙ্গে টানাপোড়েন রাজনৈতিক, বাণিজ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে বিদ্যমান টানাপোড়েন পুরোপুরি রাজনৈতিক এবং এটি বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


ড. সালেহউদ্দিন বলেন, "ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন চলছে, সেটি রাজনৈতিক। ব্যবসায়ীরা এসব বিষয়ে বিভ্রান্ত হন না। তারা শুধুমাত্র লাভজনকভাবে পণ্য ক্রয়-বিক্রয়ে মনোনিবেশ করেন। বাংলাদেশ যে দেশ থেকে কম দামে পণ্য পায়, সেখান থেকেই কিনবে।"


বর্তমান পরিস্থিতিতে ভারত ছাড়াও মিয়ানমার ও ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। ইতোমধ্যে খেজুর, তেল, মসুর ডালসহ বিভিন্ন পণ্য আমদানি করা হচ্ছে এবং এসব পণ্যের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে বাজারে জিনিসপত্রের দাম কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তবে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে কিছুটা সংকট রয়েছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে এই সংকট মোকাবিলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে রাজনৈতিক চাঁদাবাজি একটি বড় বাধা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, "সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলেও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। এই সমস্যাটি বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।"


সরকার চলমান পরিস্থিতিতে বাণিজ্য ও বাজার ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষায় কাজ করছে বলে উপদেষ্টা জানান।