সরাইলে অভিযান চালিয়ে ইটভাটা মালিক দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে ধরন্তি বিলে অবৈধভাবে গড়ে ওঠা জিসান ইটভাটায় এ অভিযান চালানো হয়।সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন।এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী বিভিন্ন ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করার দায়ে জিসান ব্রিকসকের মালিক দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, আইন অমান্য নদীর জায়গা দখল করে এলাকায় ইটভাটা গড়ে তোলার কারণে সিমটি ও ভাটা বিনষ্ট করে গুরিয়ে দেয়া ও ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।এ সময় সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান।সরাইল থানার পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন এ প্রতিনিধিকে জানান,বেআইনি ভাবে গড়া ওঠা প্রতিটি ইটভাটার বিরুদ্ধেধারাবাহিক অভিযান চলমান রয়েছে। আগামীতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।