https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

৩ সেপ্টেম্বর ববি'র স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ২:৬

শেয়ার করুনঃ
৩ সেপ্টেম্বর ববি'র স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর।

সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এছাড়া সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইউনিটের সমন্বয়ক ও বিভিন্ন উপ-কমিটির আহ্বায়করা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা কমিটির এ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের গুচ্ছের আওতায় চূড়ান্ত ভর্তির তারিখ আগামী ২৩ ও ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা এক হাজার ৫২০টি। 

https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৪০ দিনের দীর্ঘ ছুটি শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৪০ দিনের দীর্ঘ ছুটি শুরু

দীর্ঘদিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ছুটি মিলিয়ে আজ থেকে প্রায় ৪০ দিনের জন্য বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (২ মার্চ) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সরকারি ও বেসরকারি সব স্তরের স্কুলে এই ছুটি প্রযোজ্য হবে। শিক্ষাপঞ্জি অনুসারে, রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান  শনিবার (১ মার্চ) দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা।  বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর শুরু হয়। বাসটি সিলেটের উদ্দেশে যাত্রা করে। শিক্ষাসফরের প্রথম গন্তব্য ছিল প্রকৃতি কন্যা জাফলং ও তামাবিল স্থল বন্দর। সেখানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। পরবর্তীতে, সিলেটের

নৌকা মার্কা প্রচারণায় যুক্ত শিক্ষকদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ! বিতর্ক

নৌকা মার্কা প্রচারণায় যুক্ত শিক্ষকদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ! বিতর্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চারটি আবাসিক হলে নতুন করে ১৩ জন আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তবে, এ নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ চারজন আবাসিক শিক্ষক এমন অভিযোগ উঠেছে, তারা ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও তার পক্ষে নৌকা মার্কার প্রচারণা কমিটির সদস্য ছিলেন। এই বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের

শ্রীমঙ্গলে ইসলামিক সেন্টারের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে ইসলামিক সেন্টারের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত এম এস বি ইসলামিক সেন্টারের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ ২০২৫ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এমএসবি সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)। এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে