মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, শিক্ষক মোস্তাফিজুর রহমান, সালমা কবির, আতাজুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মো.আখতারুজ্জামান,আল ইমরান হারুন, মো. শাহাদুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা ১০০০ টাকা বাড়ি ভাড়াও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেয়ার প্রতিবাদ জানান, এবং সারা দেশের শিক্ষকদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি মেনে নেয়ার আহবান জানান প্রধানমন্ত্রীর কাছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।