জুয়াডা’র বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই মার্চ ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ন
জুয়াডা’র বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান বিভাগ ১৯৯৩-৯৪ ব্যাচ এ্যাসোসিয়েশন (জুয়াডা) কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ মার্চ) “এসো মিলি স্মৃতির বন্ধনে” স্লোগান নিয়ে ৬ষ্ঠ বারের মত এ আয়োজন করা হয়।


চমৎকার প্রাকৃতিক দৃশ্য সম্বলিত নয়নাভিরাম পদ্মার তীরবর্তী ঢাকার অদুরে মুন্সিগঞ্জ জেলার লৌজং উপজেলায় অবস্থিত পিকনিক স্পট “মাওয়া রিসোর্ট” এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।


জুয়াডার সভাপতি মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগ ১৯৯৩-৯৪ ব্যাচের বন্ধু-বান্ধবী ও তাদের পরিবার-পরিজন মিলে এক পারিবারিক মিলনমেলার সৃষ্টি হয়। 


সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ পাটোয়ারী, কমিটির আহবায়ক মোঃ মাহবুবুল আলম , সদস্য সচিব মোঃ জহুরুল ইসলাম মনির সহ জুয়াডার সদস্য ও তাদের পরিবার পরিজন মিলে প্রায় পাঁচ শতাধিক অতিথি মিলন মেলায় উপস্থিত ছিলেন।


এসময় জুয়াডার সাধারন সম্পাদক মোঃ আব্দুল হালিম শাওন অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করার জন্য সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।