হিলিতে এসএসসি ৯৭ ব্যাচের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ২৫শে ডিসেম্বর ২০২২ ০৭:০৪ অপরাহ্ন
হিলিতে এসএসসি ৯৭ ব্যাচের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

"ভুলি নাই, ভুলব না-বন্ধু তোমায়, দূরত্ব বাধা নয় মনের আকর্ষনেই অটুট থাকুক- আমাদের বন্ধুত্ব" এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার ঐতিহ্যআাহী বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ-এর এসএসসি ৯৭ ব্যাচ-এর ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৫ ডিসেম্বর) বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে ‘এসএসসি ৯৭ ব্যাচ’-এর রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, লটারি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ-এর অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সাদেক আলী, প্রাক্তন শিক্ষক লুৎফর রহমান, মৌলনা শিক্ষক সামচ্ছুদ্দিন, রকিব উদ্দিন, বর্তমান প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, বর্তমান শিক্ষক সাইদুর রহমানসহ অনেকে।


অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ‘এসএসসি ৯৭ ব্যাচ-এর শিক্ষার্থী মুকুল হোসেন, ওবায়দুর রহমান, সাইদুর রহমান সাজু, মাহমুদুল হাসান উজ্জল, হালিম আল রাজি, জুয়েল রানা, আমিনুল ইসলাম জোয়ার্র, জাকির হোসেন পারভেজ, নূরে আলম সিদ্দিকী, লতা চৌধুরী ইমু, টপি আক্তার, আরজু আরা, লাঋনি আক্তার, আকলেসুর রহমান, সিরাজুল ইসলামসহ এসএসসি ৯৭ ব্যাচ-এর অন্যান্য শিক্ষার্থীরা।


রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য লতা চৌধুরী ইমু বলেন, দীর্ঘ ২৫ বছর বন্ধুরা সবাই স্মৃতি বিজড়িত বিদ্যালয় মাঠে উপস্থিত হতে পারায় আমরা খুবই খুশি। আমাদের ৯৭ ব্যাচ এর ৬৮ রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতায় চোখ বেধে হাঁড়ি ভাঙ্গা খেলা, বল নিক্ষেপ ও লটারির ব্যবস্থা করা হয়।