করোনাকালে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়া-লেখার প্রতি উৎসহ বাড়াতে মাদারীপুরের ডাসার উপজেলার এতিম, অসহায়, অবহেলিত, ছিন্নমুল ও দরিদ্র দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ৯ নং গোপালপুর এ,আর,এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত একটি প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে এইচ এম কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সমীর সরকার, সমাজসেবক মতিউর রহমান বাদল কাজী, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও কালকিনি পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।