৯দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৭:২৭
শেয়ার করুনঃ

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ৯ দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, বন্দরের অভ্যন্তরীণ লোড-আনলোড কার্যক্রম চলমান থাকবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, গত ১৭ মার্চ ভারতের হিলি এক্সপোর্ট এন্ড কাস্টমস ক্লিয়ারিং এসোসিয়েশনকে একটি পত্র পাঠানো হয়েছে, যাতে ঈদ উল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে। পত্রে আরও বলা হয়েছে, ৬ এপ্রিল রবিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে পুনরায় চালু হবে।
অপরদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম জানান, ঈদ উল ফিতর উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। অর্থাৎ, পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে চলাচল করতে পারবেন।

এছাড়া, হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ঈদের সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে বিভিন্ন পণ্য পরিবহন কাজ কিছুটা ধীর গতিতে চলবে, তবে এ সময় বন্দরের অভ্যন্তরীণ কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। শুধু বড় বাণিজ্যিক লেনদেন এবং আমদানি-রপ্তানির প্রক্রিয়া বন্ধ থাকবে।
ঈদের ছুটি উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ সবাইকে অবহিত করেছে এবং আশা করা হচ্ছে, এই সময়ে বন্দরের কার্যক্রমের ব্যাঘাত কম হবে। ঈদের পর বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক রূপে চলবে।

সর্বশেষ সংবাদ
















