সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে এ দাবি জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, এতদিন জুলাই অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। ১৫ জানুয়ারির মধ্যে এটি জারি করতে হবে। উপস্থিত সকলকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা জেলার পাড়া-মহল্লায় মানুষের কাছে গিয়ে তাদের বক্তব্য সংগ্রহ করবেন এবং সেগুলো নিয়ে আসবেন।
সমাবেশে তিনি অভিযোগ করেন, পিলখানায় দেশপ্রেমিক অফিসারদের হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যা পর্যন্ত সবকিছুর বিচার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের একমাত্র শত্রু এবং তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে। কোনো বিপ্লবীর ওপর হামলা হলে তার দায় সরকারকেই নিতে হবে।
সমাবেশে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা শহীদদের স্মৃতিচারণ করেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থান পরবর্তী জুলাই প্রক্লেমেশন প্রকাশের কথা জানালেও সরকারের উদ্যোগে তা বাস্তবায়নের কথা জানিয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে। সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।