মাদারীপুরে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক ইটভাটা, যা কৃষি জমি দখল করে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। স্থানীয়রা অভিযোগ করছেন, ইটভাটা মালিকরা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই কৃষি জমিতে ইটভাটা স্থাপন করছেন, যার ফলে ফসলি জমি কমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
স্থানীয়দের মতে, অধিকাংশ ইটভাটার মালিক কাঠ পোড়ানোর জন্য ব্যবহার করছেন, যার ফলে বিভিন্ন প্রজাতির গাছপালা উধাও হয়ে যাচ্ছে। এ ছাড়া, কৃষি জমি থেকে অবাধে মাটি সংগ্রহ করা হচ্ছে, যা কৃষি উৎপাদনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তবে, ইটভাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মাদারীপুরে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটা সম্পর্কে স্থানীয় সূত্র জানিয়েছে, এই সব ভাটার বেশিরভাগই ফসলি জমির উপর নির্মিত হয়েছে। ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, কৃষিজমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। একই আইনের ৩(ক) ধারা অনুযায়ী, ফসলি জমির এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। তবে, এসব নিয়ম মেনে চলা তো দূরের কথা, ভাটা মালিকরা এসব আইন ভঙ্গ করছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুর হাই বলেন, "ইটভাটা মালিকরা আমাদের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়েছে, যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।" আরেক বাসিন্দা রাকিব হাসান অভিযোগ করে বলেন, "প্রশাসনের সাথে ম্যানেজ না করলে এই ধরনের অবৈধ ভাটা চালানো সম্ভব নয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এসব ভাটা বন্ধ করা হোক, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়।"
মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ বলেন, "ইটভাটার কারণে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব ভাটার কারণে ফসলের উৎপাদন কমে যাচ্ছে। এ অবস্থায়, প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।"
এ বিষয়ে মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক সাহ মো. শজিব জানান, "ইটভাটা চালানোর জন্য কিছু বিধি-নিষেধ রয়েছে। যারা এসব বিধি মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমরা দুটি অবৈধ ইটভাটা বন্ধ করেছি এবং ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।"
এখন সময় এসেছে প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণের, যাতে মাদারীপুরে অবৈধ ইটভাটাগুলো বন্ধ হয়ে পরিবেশ ও কৃষি জমি রক্ষা করা যায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।