পঁইত্রিশ বছর পর জাবিতে শিবিরের আত্মপ্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০২৪ ০৩:২২ অপরাহ্ন
পঁইত্রিশ বছর পর জাবিতে শিবিরের আত্মপ্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দীর্ঘ পঁইত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জামায়াত-শিবিরের প্রকাশ্যে পুনর্বাসন ঘটেছে, যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিবির নতুন কমিটি ঘোষণা করার পর থেকে প্রগতিশীল শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরু করেন।


মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাইজা মেহজাবিন বলেন, "জামায়াত-শিবির ১৯৭১ সালের গণহত্যার সহযোগী সংগঠন। তারা কখনোই এই গণহত্যার দায় অস্বীকার করতে পারে না।" তিনি উল্লেখ করেন, আশির দশকে শিবিরের সন্ত্রাসী কার্যক্রম এবং বর্তমান সময়ে তাদের ফিরে আসার প্রচেষ্টার প্রতি ছাত্র সমাজের প্রতিরোধ থাকা উচিত।


ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অমর্ত্য রায় জানান, "যারা ১৯৭১ এবং ২০২৪ সালের গণহত্যা অস্বীকার করে, জনগণ তাদের ক্ষমা করবে না।" তিনি আরও বলেন, শিবিরের প্রেস রিলিজে মিথ্যাচার করা হয়েছে এবং সংগঠনটি কোনোদিন আন্দোলন বা সত্যিকার উদ্দেশ্যে কাজ করেনি।


প্রসঙ্গত, ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান কবির এবং ১৯৯৪ সালে ছাত্রদল নেতা শওকত কবির দীপু হত্যার পর বিভিন্ন ছাত্র সংগঠনের ঐক্যমতে ক্যাম্পাসে শিবিরের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম প্রকাশ্যে ছিল না।


বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এখন শিবিরের এই নতুন উদ্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে। শিক্ষার্থীরা দাবি করছেন, কোনো সন্ত্রাসী সংগঠনকে তারা ক্যাম্পাসে মেনে নেবে না এবং এ বিষয়ে আরও সোচ্চার থাকবেন। তারা মনে করেন, সামাজিক ও রাজনৈতিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে শিবিরকে এর ফল ভোগ করতে হবে।