‘তরমুজ চুরির অপরাধে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় রবিবার এক কিশোরকে মারধর করেন এক পুলিশ সদস্য। মারধরকারী ওই পুলিশ সদস্য কিংবা ভুক্তভোগী কিশোর কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ এভাবে কাউকে মারধর করতে পারে কি না? সে প্রশ্ন করেছেন অনেকেই।
ঘটনাস্থলে অনেকে দাঁড়িয়ে থাকলেও কেউই ওই কিশোরকে রক্ষা করতে এগিয়ে আসেননি। ছবি: ফোকাস বাংলা
পাশে থাকা অন্য পুলিশ এবং আনসার সদস্যরাও যেন ছিলেন নীরব দর্শক। মারধর থেকে বাঁচতে পালিয়েও রক্ষা হয়নি তার। ছবি: ফোকাস বাংলা
কিশোরের অবাক চাহনি যেন অত্যাচারীর দোর্দণ্ড প্রতাপের কাছে অত্যাচারিতের অসহায়ত্বের বহিঃপ্রকাশ। ছবি: ফোকাস বাংলা
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।