প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২:১১
খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবাসহ মো. হারুন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা উপজেলার ২নম্বর বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানার ওসি মোঃ জাকারিয়া।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে উপ-পরিদর্শক মোঃ নূর উদ্দিনের নেতৃত্বে উপজেলার ২নম্বর বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকায় অভিযানের বের হয় পুলিশের একটি চৌকশ দল। এ সময় ২১ পিস ইয়াবাসহ মোঃ হারুন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ঐ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।