ঠাকুরগাঁওয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে “১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ-২০২৪” উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
উদ্বোধনী অনুষ্ঠানে হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় এবং ঠাকুরগাঁও জেলা হকি একাডেমীর উদ্যোগে একাধিক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান মো: মাসুদ রানা। বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামান, বাংলাদেশ হকি ফেডারেশনের ডাইরেক্টর আব্দুর রশীদ খান, এবং আন্তর্জাতিক এলিট প্যানেল আম্পায়ার সেলিম লাকী।
উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী টিম ৭-০ গোলে রংপুর হকি একাডেমী টিমকে পরাজিত করে। এই খেলার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উষ্ণতা বাড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.কে.এম হাসানুজ্জামান বিপ্লব, ঠাকুরগাঁও জেলা হকি একাডেমীর কোচ মো: হারুন অর রশিদসহ অন্যান্য খেলোয়াড় এবং কর্মকর্তাগণ।
টুর্নামেন্টে মোট ৭টি টিম অংশগ্রহণ করছে, যার মধ্যে রয়েছে ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী, প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী, শহীদ আসাদ হকি একাডেমী যশোর, রংপুর হকি একাডেমী, দিনাজপুর হকি ক্লিনিক, আল আসকার হকি একাডেমী পঞ্চগড়, এবং বৈকালী সংঘ রাজশাহী।
এ অনুষ্ঠান নারীদের ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষভাবে অনুষ্ঠিত হয়েছে, যা সমাজে নারীদের ক্ষমতায়নের একটি দৃষ্টান্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি নারীদের ক্রীড়ায় সমৃদ্ধি কামনা করেন এবং টুর্নামেন্টের সাফল্য প্রত্যাশা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।