প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১৮:৩৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ শুরু হয়। এ সময় মাওয়া পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ভাঙচুর করা হয়।
বিস্তারিত আসছে...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর এটিকে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রায় হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই রায়ে শহীদরা ন্যায়বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে, প্রসিকিউশন ন্যায়বিচার পেয়েছে।” তিনি বলেন, ট্রাইব্যুনাল মামলায় তিন কাউন্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য এক
গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দেওয়ার পর বিষয়টি বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সোমবার (১৭ নভেম্বর) দেওয়া এই ঐতিহাসিক রায়টি পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যমগুলোও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। বিশেষ করে বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, আল জাজিরা, রয়টার্স, এএফপি, ফিন্যান্সিয়াল টাইমসসহ প্রায়
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ভারতের অবস্থান থেকে পাঁচ পৃষ্ঠার বিবৃতিতে তিনি দাবি করেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করার একটি কৌশল হিসেবে।” শেখ হাসিনার এই বিবৃতি ইতোমধ্যে বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে তিনি পুরো
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষণা করা মৃত্যুদণ্ডকে ‘একটি ঐতিহাসিক রায়’ হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে দেওয়া সরকারি বিবৃতিতে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষার এই রায়ের গভীর তাৎপর্য অনুভব করে বর্তমান সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনসহ
দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ থেকে উসকানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বাইরের কিছু মহল সক্রিয়। পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির বার্তা ছড়ানোর চেষ্টা চলছে।” তিনি