প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১৮:৩৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ শুরু হয়। এ সময় মাওয়া পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ভাঙচুর করা হয়।
বিস্তারিত আসছে...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির কার্যক্রম স্থগিত থাকার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে ঢাকার যমুনায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান
অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজ জাতীয়
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে সরকার জারি করেছে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এর গেজেট। এর আগে উপদেষ্টা পরিষদ অনুমোদনের পর আদেশটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে স্বাক্ষর করেন। আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রকাশিত
জাতীয় নির্বাচনের দিনই গণভোটের আয়োজনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন—জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের প্রশ্ন ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি।” প্রশ্নটি হবে: “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি
গত বছর আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সরকারের ওপর ন্যস্ত তিনটি প্রধান দায়িত্বের প্রতিটিতেই দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রধান তিন দায়িত্ব হলো—হত্যাকাণ্ডের বিচার করা, গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়ন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।” প্রফেসর ইউনূস জানান, জুলাই গণ-অভ্যুত্থানকালে