প্রকাশ: ৮ জুন ২০২৪, ০:৩৯
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০ কেজি গাঁজা ও ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার পুরাতন থানা পাড়া এলাকার এমদাদুল হক পাভেলের বাড়িতে দুই দফা অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ প্রথম দফায় ওই বাড়ির একটি কক্ষ থেকে পুলিশ ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মালামাল রাখার কক্ষ থেকে আরও ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় রিং স্লাব দিয়ে তৈরি ল্যাট্্িরন সদৃশ্য একটি কুপ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় বাড়ির মালিক কৌশলে পালিয়ে যায়। পুলিশ এঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, পাভেল নামের এক ব্যক্তির বাড়ি থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।