বঙ্গবাজারে গুঁড়িয়ে দেয়া হয়েছে অস্থায়ী সব দোকান

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১৬ই এপ্রিল ২০২৪ ১২:০২ অপরাহ্ন
বঙ্গবাজারে গুঁড়িয়ে দেয়া হয়েছে অস্থায়ী সব দোকান

মঙ্গলবার (১৬ এপ্রিল) বঙ্গবাজার এলাকা ঘুরে দেখা যায়, ভেঙ্গে ফেলা অস্থায়ী দোকানের আসবাবপত্র ও কাঠসহ অন্যান্য জিনিস সরানোর কাজ করছেন ব্যবসায়ীরা। এর আগে, সোমবার (১৫ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের উদ্যোগে অস্থায়ী দোকানগুলো ভেঙ্গে ফেলা হয়।


 

ব্যবসায়ীরা জানান, ভবন নির্মাণের জন্য দোকানগুলো ভাঙা হয়েছে। এখানে দ্রুত বড় ভবন তৈরি হবে।বঙ্গবাজারে গড়ে উঠা অস্থায়ী দোকান সরানোর কাজ চলছে। ছবি: বিশ্বজিৎ দাস বিজয়

 


তৌহিদুল হক নামে এক ব্যবসায়ী বলেন, গত বছরের ৪ এপ্রিল আগুন লেগে পুড়ে যায় বঙ্গবাজারের ব্যবসায়ীদের স্বপ্ন। এরপর অস্থায়ী দোকান নির্মাণ করে এতোদিন ব্যবসা চলছিল। তবে এখন ভবন নিমার্ণের কাজ শুরু হচ্ছে। শিগগিরই স্থায়ী ঠিকানা পাবেন ব্যবসায়ীরা।

 

মার্কেট নির্মাণ কাজ শেষ করে দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেয়ার দাবি জানিয়ে সাব্বির হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকেই বঙ্গবাজারের দোকান বরাদ্দ দিতে হবে; বাইরের কাউকে নয়।