প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ২:৩৩
মেহেরপুরে ৭০ গ্রাম হিরোইন পাচারের সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের সদর উপজেলার যাদবপুর ব্রিজ এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার ইছার উদ্দিন শেখের ছেলে তাজুল ইসলাম (৪৫), সদর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন (৪০) ও একই গ্রামের আফসার আলীর স্ত্রী তানজিলা খাতুন (৩২)।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল আলম জানান, মেহেরপুর সদর উপজেলার যাদবপুর ব্রিজ এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারী চালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৭০ গ্রাম হিরোইনসহ আমরা তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি।
তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে পাওয়া হিরোইনের মূল্য প্রায় ৭ লাখ টাকা।আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।