সাপাহারে ভূয়া চিকিৎসক আটক, ক্লিনিক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শুক্রবার ২২শে সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৪ অপরাহ্ন
সাপাহারে ভূয়া চিকিৎসক আটক, ক্লিনিক বন্ধ

নওগাঁ সাপাহারে অভিযান পরিচালনা করে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোম থেকে ক্লিনিকের পরিচালক ভূয়া চিকিৎসক পরিচয়দানকারী মনিরুল ইসলাম স্বপনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে সাপাহার উপজেলার তিলনা রোড সরফতুল্ল্যাহ মাদ্রাসার সামনে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। 


উপজেলা প্রসাশন সূত্রে জানা যায়, রাজশাহীর বাসিন্দা মনিরুল ইসলাম স্বপন। তিনি দীর্ঘদিন থেকে চিকিৎসক পরিচয় দিয়ে  উপজেলার তিলনা রোড সরফতুল্ল্যাহ মাদ্রাসার সামনে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোম পরিচালনা করতেন। সেখানে সিজারিয়ানসহ বিভিন্ন অপারেশন করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। 


এসময় ক্লিনিকের প্রয়োজনিয় কাগজপত্র ও অপারেশন থিয়েটারের ফিটনেস দেখাতে পারেননি। এমনকি তিনি অষ্টম শ্রেণী পাশ বলেও জানা যায়। অভিযান চালিয়ে মনিরুল ইসলাম স্বপনকে আটক করা হয়েছে। সেই সাথে ক্লিনিক বন্ধ করে একমাস বিনাশ্রম কারাদন্ড ও ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৭ দিনের জেল দিয়ে থানায় নেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ রুহুল আমিন সহ আরও অনেকে।