ডাসারে পেশাদার মাদক ব্যবসায়ী শামীম মাদকসহ আটক

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৯শে আগস্ট ২০২৩ ০৫:৫৩ অপরাহ্ন
ডাসারে পেশাদার মাদক ব্যবসায়ী শামীম মাদকসহ আটক

মাদারীপুরের ডাসার থানা পুলিশের হাতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শামীম বেপারী(৩৭) মাদক সহ আটক।


ডাসার থানার আওতাধীন খাতিয়াল গ্রাম থেকে তাকে আটক করেন। মাদক আইনে মামলা রুজু করে  আজ মাদারীপুর কোর্টে প্রেরন করা হয়েছে।


সে একজন পেশাদারমাদক ব্যবসায়ী,তার বিরুদ্ধে পুর্বের তিনটি মাদক মামলা রয়েছে।


পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার ডাসার থানা পুলিশ দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের গ্রাম পুলিশ জয়নাল হাওলাদারের বাড়ির সামনে কাচা রাস্তার উপরে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।


ডাসার থানার এসআই আরিফুজ্জামান সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শামীম বেপারীকে মাদক সহ আটক করেন। এ সময় তার কাজ থেকে একটি কেয়ারুস চেরি ব্র্যান্ডি লেখা বোতলে ৩৭৫ মিঃলিঃ কথিত মদ,একটি ৫০০ মিঃলিঃ মাম পানির বোতলে ৫০০ মিঃলিঃ রক্ষিত কথিত মদ ও ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

আসামী শামীম বেপারী ফরিদপুর জেলার কোতয়ালী থানার দক্ষিন আলীপুর গ্রামের মৃত মিলন বেপারীর ছেলে। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে।


ডাসার থানায় মাদক আইনে মামলা নং ০৮ জিআর-৭১. ২৯/০৮/২৩ইং মামলা রুজু করে আসামী শামীমকে মাদারীপুর কোর্টে প্রেরন করেন।


ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, শামীম বেপারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে মাদক বিক্রয় করার সময় অভিযান চালিয়ে আটক করা হয়। ডাসার থানায় মাদক ্্্আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের তিনটি মাদক মামলা রয়েছে।