নওগাঁর ধামইরহাট থানা পুলিশ কর্তৃক একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফকৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট ও পত্নীতলা থানাসহ মোট ৬টি মামলা রয়েছে, যার ৫টিতে সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত।
জানা গেছে, ৩ এপ্রিল সকাল ৯ টায় ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই হারুন অর রশিদ সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ৫টি সি’আর সাজা পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানা’র আসামী ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাশিপুর গ্রামের ইছাম উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৪৫) কে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, মাননীয় নওগাঁ পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ৫টি সাজাপ্রাপ্ত ও ১টি ওয়ারেন্টভুক্ত আসামী মোখলেছুর রহমানকে গ্রেফতার করে ৪ এপ্রিল সকালে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, উক্ত আসামী দীর্ঘদিন ঢাকায় আতœগোপন করে ছিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।