প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ২৩:৪৬
সিরাজগঞ্জে সলঙ্গায় ২০ লক্ষ টাকার হেরোইনসহ শামসুল হক নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা।
শনিবার (০১ এপ্রিল) বিকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ০১ এপ্রিল দুপুর ২ টার সময় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলত্ব ঢাকাগামী মহাসড়কের ফুড ভিলেজ এর সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়।
আটক মাদক ব্যাবসায়ী হলেন- রাজশাহী গোদাগাড়ী থানার হরিশংকরপুর কুমারপাড়া গ্রামের মোঃ শামসুল হক (৪৫), পিতা- মৃত মন্তাজ আলী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব ১২'র মিডিয়া অফিসার- সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জাহামান।