রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৫৪ অপরাহ্ন
রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।


বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া এলাকার শ্রী হরিদাস চন্দ্র হালদারের ছেলে শ্রী সুকুমার হালদার ও একই এলাকার আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে মো. মামুন বিশ্বাস ওরফে কসাই সাক্কু (৩২)।


ডিবি সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ. মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মো.মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই মফিজুল ইসলাম, এএসআই শফিকুল ইসলাম, এএসআই কাশেম মিয়াসহ সঙ্গীয় ফোর্স বুধবার সন্ধ্যা ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ সুকুমার হালদার ও মামুন বিশ্বাস ওরফে কসাই সাক্কুকে গ্রেপ্তার করা হয়।


এঘটনায় বালিয়াকান্দি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে হস্তান্তর করা হয়।