কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম ও আব্দুর রশিদ।
রোববার দিবাগত রাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর আলম উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের ঢাকাইয়া পাড়া এলাকার সমেস আলীর ছেলে। আব্দুর রশিদ চরভূরুঙ্গামারী ইউনিয়নের দীঘির পাড় এলাকার মৃত পাগর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা চিহ্নিত মাদক কারবারি।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম মাদক কারবারি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।