প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০:৩৬
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ আজমুল হুদা শেখ (৩৪) নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৫শে ডিসেম্ব) দুপুর আড়াইটার টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটিদল দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে দৌলতদিয়া ঘাটগামী মাহেন্দ্রে থাকা যাত্রীবেশে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মিলন মো. আজমুল হুদা গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার আড়পাড়া এলাকার মৃত আব্দুল হান্নান শেখ এর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত মাদককারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২৬শে ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।