প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১:৫৯
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৫০) ও বাগভান্ডার গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে মাইদুল ইসলাম (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে ভারতীয় সীমান্ত থেকে হেরোইন আনার সময় ছয় গ্রাম হেরোইনসহ উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পূর্বভোটহাট রাস্তা হতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ৭৩০ টাকা জব্দ করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।