কিশোর গ্যাংয়ের হামলায় পরীক্ষা দেয়া হলোনা দুই শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ ০৮:১৪ অপরাহ্ন
কিশোর গ্যাংয়ের হামলায় পরীক্ষা দেয়া হলোনা দুই শিক্ষার্থীর

দেবীদ্বারে ইভটিজিং’র প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হামলায় দুই শিক্ষার্থীর দেয়া হলোনা এসএসসি’র নির্বাচনী পরীক্ষা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় দেবীদ্বার উপজেলার ধামতী ভূঁইয়া মার্কেটের সামনে। 


ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি’র নির্বাচনী পরীক্ষা দিতে আসা ধামতী দক্ষিণখাড় গ্রামের কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে ঢুকার সময় কিশোর গ্যাং সদস্য সজিব, হাফিজ, আকাশ, ইমন, একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র হাসিব ও তার বাবা ময়নাল হোসেনের নেতৃত্বে প্রায় ২০/২৫জন হামলা চালিয়ে অন্তত: ৪/৫ জনকে আহত করেন। এদের মধ্যে এসএসসি নির্বাচনী পরীক্ষার্থী মানবিক শাখার সজিব(১৮) ও রিফাত(১৭)কে মারাত্মক আহত অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেলা ২টা থেকে তাদের পৌরনীতি পরীক্ষা ছিল। 


আহত দুই শিক্ষার্থী রিফাত ও সজিব দেবীদ্বার উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে এসে জানান, ধামতী গ্রামের সরকার বাড়ির কিশোর গ্যাং সদস্য সজিব, হাফিজ, আকাশ, ইমন, একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র হাসিব ও তার বাবা ময়নাল হোসেনের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে কিল, ঘূষি ও লাঠি পেটায় রক্তাক্ত করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা করলেও বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা দিতে আসা হামলায় আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও প্রশাসনের সহযোগীতায় আইনানুগ ব্যবস্থা নেব। 


ধামতী গ্রামের জাহেদ ও শরিফুল ইসলাম জানান, স্থানীয় একটি কিশোর গ্যাং প্রায়ই মেয়েদের উত্তক্ত করে আসছে। গতকাল সন্ধ্যায় কিশোর গ্যাং এর (ধামতী সরকার বাড়ির) কয়েকজন সদস্য গতকাল সন্ধ্যায় ধামতী দক্ষিণখাড় কাজী বাড়ির সামনে ভীড় করায় ওই বাড়ির ছেলেদের সাথে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ধামতী সরকার বাড়ির সজিব ও রিফাতকে ধামতী দক্ষিণখাড় কাজী বাড়ির নুরুল ইসলাম ও ইমন মারধর করে। ওই ঘটনার জের ধরে আজ এ হামলা চালায়। এতে যে দুই শিক্ষার্থী আহত হয়েছে তারা ঘটনার সাথে জড়িত ছিলনা।


সংঘর্ষে আহত ও হামলাকারীদের এলাকার ধামতী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ সফিকুল ইসলাম ও ধামতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমান সরকার জানান, বিষয়টি শুনেছি, হামলায় শিকার আহত দুই শিক্ষার্থী তাদের এসএসসি নির্বাচনী পরীক্ষা দিতে পারেনি। অপরাধী যেই হোক তাদের বিচারের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে অবহৃত করেছি। 


দেবীদ্বার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান,  কিশোর গ্যাং এর হামলায় দুই শিক্ষার্থী আহত হওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।