নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছে তিনজন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। নিহতের নাম আতিকুর রহমান (৩৫)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর (বালকাপাড়া) গ্রামের মোজাহার আলী ম-লের ছেলে।
হামলায় কুসুম্বা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক (৪৫) একই গ্রামের জিল্লুর রহমান (৩৫) ও আনোয়ার হোসেন (২৮) আহত হন। এদের মধ্যে আইনুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটকরা হলেন, মেহেদী হাসান পাইলট (৩০) ও তার বাবা আব্দুল মজিদ (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে অবস্থিত প্রতিবন্ধী স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত মোটরসাইকেলের চালককে মারধর করে দেলুয়াবাড়ি বাজারের একটি সন্ত্রাসী গ্রুপ। এসময় হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের রুবেল হোসেন বাধা দিলে তাঁকেও মারধর করে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।
পরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় কির্তলী গ্রামের শরিফ উদ্দিন ও দেলুয়াবাড়ি বাজারের পাইলটের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী যুবক সংঘবদ্ধ হয়ে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে রুবেল হোসেনের বড়ভাই আতিকুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়।
আতিকুর রহমানকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাঁকে বাঁচাতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক, বালাকাপাড়া গ্রামের জিল্লুর রহমান ও আনোয়ার হোসেন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় তাৎক্ষনিকভাবে রাত সাড়ে ১০টার দিকে ২জনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরকেও আটকের চেষ্টা চলছে। ঘটনায় থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানায় ওসি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।