প্রকাশ: ৪ আগস্ট ২০২২, ০:৯
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৬৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
আটক ফারুক হোসেন খান(৫) গৌরনদী উপজেলার সিংগা এলাকার মৃত ফয়জব আলী খানের ছেলে।
বৃহষ্পতিবার (০৪ আগস্ট) বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল।
এরআগে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানাধীন চন্দ্রহার বাজর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে ই্য়াবা সহ আটক করে র্যাব।
এ ঘটনায় র্যাব-৮ বরিশালের সিপিএসসির ডিএডি মোঃ এনামুল হক গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম।