প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০:৫৩
প্রাইভেটকারে গাঁজাভর্তি করে কুমিল্লা থেকে ভোলায় যাওয়ার পথে মো. শাহ আলী শাহেল নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃত শাহেলের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সোয়াগাজী এলাকায়।বুধবার দুপুরে র্যাব ৮ এর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।র্যাব ৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে ভোলার ইলিশা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার থামিয়ে তাতে তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত শাহেল জানান, দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে ভোলা জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছেন।
এ ঘটনায় র্যাব ৮ বরিশাল সিপিএসসি ভোলা ক্যাম্পের ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।