প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ২৩:৩৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকায় আব্দুল হামিদ নামে এক যুবককে লাঠি পিটিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। নিহত হামিদ কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকায় রজব আলীর ছেলে আব্দুল হামিদ (৪২)।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা পদ্মপাড়া এলাকায় জমি সংক্রান্ত জেরে বৃহস্পতিবার দুপুরে তার বাড়ির পাশে বাঁশ কাটতে যায়। এই বাঁশ কাটা নিয়ে আব্দুল হামিদের সাথে প্রতিপক্ষ আমজাদ হোসেন, আব্দুল হক, মিনহাজ হোসেন, আল আমিন, হান্নান মিয়া,আক্কেল আলীসহ আর দশজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্তায় পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করেন। নিহতের ভাই আরিফ হোসেন জানান, আমার ভাইকে বাঁশ কাটা নিয়ে আমজাদ হোসেন, সামাদ হোসেন, আবদুল হক, মিনহাজ হোসেন, আল আমিন হোসেন, হান্নান মিয়া, আক্কেল আলীসহ আরও কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করেছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে আসামিদের গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে ।