প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৮
লালমনিরহাটে একরামুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই ডাকাত দল বাড়ির দুই নারীকে আহত করে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে ৮৯ হাজার ৫ শত টাকা উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছেন।
স্থানীয়রা জানান, বড়খাতা বাজারের ওষুধ ব্যবসায়ী একরামুল হকের বাড়িতে রাত ৮টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা একরামুলের স্ত্রী ফেরদৌসি বেগম ও মা আমিনা বেগমকে রশি দিয়ে বেঁধে বাড়ির আলমারী ভেঙে সাড়ে প্রায় ১৮ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন একরামুল হক।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৮৯ হাজার ৫ শত টাকা উদ্ধারসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহুর্তে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।