বরিশালে যাত্রীবাহি বাসে পাচারকালে ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুপাতলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভোলা থেকে খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রীদের বসার সিটের নিচ থেকে ৩৫ টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে আজ (শুক্রবার) দুপুরে কোতোয়ালি মডেল থানা চত্বরে বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার এর উপস্থিতিতে বরিশাল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় লক্ষাধিক টাকা মূল্যের এ কচ্ছপগেুলোতে আপাতত সংরক্ষন করা হবে, পরে সকলের উপস্থিতিতে মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।