চলতি বছরের আগস্ট মাসে ২৭৪ জন নারী-শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৩১ জন কন্যাশিশু এবং ১৪৩ জন নারী। বুধবার বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানিয়েছে। পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
মহিলা পরিষদ জানায়, আগস্টে ধর্ষণের শিকার হয়েছে ১০৩ জন। এর মধ্যে ৫২ জন কন্যাশিশু ধর্ষণের, ৭ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণ এবং ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। এছাড়াও ১৫ কন্যাশিশুসহ ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১ জন কন্যাশিশুসহ ২ জন শ্লীলতাহানির শিকার হয়েছে, ৬ জন কন্যাশিশুসহ ৯ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের। ১ জন কন্যাশিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৩ জন। ১০ জন কন্যাশিশুসহ ১২ জন অপহরণের শিকার ও ১ জন কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এছাড়া নারী পাচারের ঘটনা ঘটেছে ২ টি।
আগস্টে বিভিন্ন কারণে ৮ জন কন্যাশিশুসহ ৩০ জনকে হত্যা করা হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে ২ জন কন্যাশিশুসহ ১২ জনকে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৮ জন, এর মধ্যে ১ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ জন কন্যাশিশুসহ মোট ১০ জন।
বিভিন্ন নির্যাতনের কারনে আত্মহত্যা করেছে ২ জন কন্যাশিশুসহ ৫ জন। ২ জন কন্যাশিশুসহ ৩ জন আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। ১২ জন কন্যাশিশুসহ ৩৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
প্রেমের প্রস্তাবের ঘটনা ঘটেছে ১টি। বাল্যবিবাহ প্রতিরোধের ঘটনা ঘটেছে ৪টি। ফতোয়ার ঘটনা ঘটেছে ১টি। ১ জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৬ জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।