নাজিরপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ১১ই আগস্ট ২০২১ ০৫:০৬ অপরাহ্ন
নাজিরপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে তন্ময় তরুয়া (২৬) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী গ্রামের বলরাম তরুয়ার ছেলে। 


বুধবার (১১ আগষ্ট) সকালে থানা পুলিশ উপজেলার  মধ্য বানিয়ারী একটি খাল থেকে তার মরদেহটি উদ্ধার করেন।


নিহতের পিতা জানান, তার ছেলে তন্ময় তরুয়া উপজেলার দীঘিরজান বাজারের পশ্চিম প্রান্তে মোবাইল ব্যাকিং (বিকাশ), লোড ও কম্পিউটার টাপিং এর ব্যবসা করতো। মঙ্গলবার (১০ আগষ্ট) রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে ছেলে তন্ময় তরুয়া দোকান থেকে    মোটর সাইকেলে   করে বাড়ি যাচ্ছিলো বলে  তাকে ফোনে জানায়। 


কিন্তু রাত অনেক হলেও সে বাড়িতে না ফিরলে ওই রাতের ২টার দিকে পিতা বলরাম ও ছোট ভাই মিরিন   তরুয়া দু’জনে  মিলে খুঁজতে বের হলে মধ্যবানিয়ারীর হায়দার মেম্বারের পুরান  বাড়ি সংলগ্ন  ব্র্রীজের  কাছে তার মরদেহ ভাসতে  দেখেন। এর কিছু দুরে তার ব্যবহৃত মটর সাইকেলটি পাওয়া যায়। এ সময়  তার  মাথার পিছনে ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়।


তিনি আরো জানান, ওই রাতে ব্যবসায়ী তন্ময় তরুয়ার  সাথে থাকা ব্যাগে  প্রায় আড়াই  লাখ টাকা ও   ৩টি মোবাইল  ফোন   পাওয়া   যায় নি। ধারনা  করা হচ্ছে দুর্বৃত্তরা তার সাথে থাকা  টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে তাকে হত্যা করেছে।


মরদেহটি  উদ্ধার করা উপজেলার  মাটিভাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই মো. নুরুল ইসলাম জানান, মরদেহটির মাথার উপরে ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।




নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান ওই মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করে  জানান, ওই যুবকের  কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। মরদেহের ময়না তদন্তের পর হত্যা না দুর্ঘটায় মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।