প্রকাশ: ১৯ জুন ২০২১, ১৯:১০
রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথাকাটাকাটির ঘটনা থেকে উত্তেজনা তৈরি হয়ে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে চারটায় বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বরে অবস্থিত ৩৬০ ডিগ্রি সিসা বারের সিঁড়িতে এই নির্মম ঘটনা ঘটে। নিহতের নাম রাহাত হোসেন রাব্বি, বয়স ৩১ বছর। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাব্বি বারের সিঁড়ি দিয়ে নামার সময় মুন্না নামের এক
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে নিহত দুই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার লটপটিয়া খামারবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে জাকির হোসেন এবং একই উপজেলার দক্ষিণ গোমাতলীর মৃত আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান। জাকিরের বাবা আবু তাহের জানান, তার ছেলে পেশায় গাড়িচালক ছিলেন। আমেরিকা যাওয়ার জন্য গুলিস্তানের একটি ট্রাভেল এজেন্সিতে
চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে সারাদেশে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যা ও সীমান্তে নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ত্রৈমাসিক প্রতিবেদনে উঠে এসেছে দেশের মানবাধিকার পরিস্থিতির করুণ চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৭২ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৬৭৭ জন। এই সময়ে বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ১৯ জন নিহত ও ৯৭৩ জন
ঢাকার মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রজনী ঘোষ লেনে এ নির্মম ঘটনা ঘটে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। হত্যাকাণ্ডের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি
বরিশাল নগরীতে স্বর্ণ বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর কাউনিয়া থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ানের মাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ৬৪ বছর বয়সী মো. সোহরাব হোসেন গাজী নামে এক ব্যক্তি ডিবি অফিসে হাজির হয়ে অভিযোগ করেন, একটি প্রতারক চক্র স্বর্ণের মতো দেখতে বিভিন্ন ধরনের